Language:

Search

আকিলপুর সমুদ্র পাড় বা ছোট কুমিরা বিচ, ছোট কুমিরা, সীতাকুন্ড, চট্টগ্রাম

  • Share this:
post-title

ছোট কুমিরা হতে ২ থেকে ৩ কিলোমিটার ভিতরে নীম তলা গ্রামের পাশে এই আঁকিল পুর সমুদ্র সৈকত, দিন দিন আঁকিল পুর সমুদ্র সৈকত মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে। চট্টগ্রামের কাছেই ছোট কুমিরা এলাকায় অবস্থিত। সরকার টালাই ব্লক দিয়ে একটি বিচ তৈরি করে দিয়েছে। বিকেলে অনেকে ঘুরতে আসে, পড়ন্ত রোদ্রে বিশাল সাগরের পানি আর সূর্যাস্ত দেখে সময় কটায়। যেকোন সময় আসতে পারেন, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত যেকোন সময় অবসর সময় উপভোগ করতে পারেন। নিরিবিলি সময় কাটাতে চাইলে আসতে হবে ছুটির দিন নয় এরকম কোন বিকেলে। ছুটির দিনে জনসমাগম বেশি থাকে, ফলে নিরিবিলি পরিবেশ পাবেন না, আর ভালো করে ছবিও তুলতে পারবেন না। প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো ব্যবস্থা গড়ে তুলেছে সেখানকার স্থানীয় জনগণ। ২/৪ টি ঝুপড়ি ঘর আছে সেখানে প্রেমিক প্রেমিকারা সময় কাটাতে পারবেন। ছোট কুমিরা মেইন রোড থেকে ১০ টাকা নিবে ভিতরের প্রাইমারী স্কুল পর্যন্ত। তারপর প্রাইমারী স্কুল থেকে হেটেই বিচে চলে আসতে পারবেন। আর সামান্য হাটাচলা ভালো, তা স্বাস্থ্যের জন্য ভালো। মোটামুটি দীর্ঘ একটা বিচ, বিকেলের অবসর সময় ভালোই কাটবে। কষ্ট শুধু একটাই যাওয়ার সময় সিএনজি পাওয়া যায় না। 

কিভাবে যাবেন

প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতে হবে। যদি কাছে থাকতে চান সীতাকুন্ড বাজারে থাকতে পারেন, এখানে থাকার হোটেল আছে।  চট্টগ্রাম শহরে থাকতে চাইলে একেখান, অলংকার, নিউমার্কেট এলাকগুলোতে থাকতে পারেন।

যদি আপনি সীতাকুন্ড বাজারে থাকেন তাহলে  ২০ টাকা দিয়ে ছোট কুমিরা চলে যেতে পারবেন। আর চট্টগ্রাম শহরে থাকলে প্রথমে অলংকার আসতে হবে। অলংকার থেকে ১৭ বা ৮ নম্বর বাসে করে সীতাকুন্ড বাজার ৩০ টাকা  ভাড়া নিবে। তাছাড়া অলংকার থেকে অন্যান্য গাড়ি আছে যেমন চয়েস, উত্তরা। 

ছোট কুমিরা থেকে ১০ টাকা দিয়ে  আকিলপুর সমুদ্র পাড় ।

Yusuf Khalil

Yusuf Khalil