Language:

Search

গুলিয়াখালী সমুদ্র সৈকত, সীতাকুন্ড, চট্টগ্রাম

  • Share this:
post-title

গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত। গুলিয়াখালী সমুদ্র সৈকত এটি সীতাকুণ্ডের সীতাকুণ্ড বাজার থেকে ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। এর একদিকে দিগন্ত জোড়া জলরাশি, অন্যদিকে কেওড়া বন দেখা যায়। কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যায়। এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে। সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবেই আপনার চোখ জুড়াবে। বীচের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিক ভাবেই জেগে উঠেছে আঁকা বাঁকা নালা। এইসব নালায় জোয়ারের সময় পানি ভরে উঠে। সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরবিলি পরিবেশের গুলিয়াখালি সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দিবে ভিন্ন ভাবেই। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি করে যাওয়া যায়। জনপ্রতি ভাড়া ৩০ টাকা করে। তারপর অবস্থা বুজে ব্যবস্থা। শুকনো থাকলে হেটে যেতে পারবেন। কাদা থাকলে দুটি উপায়। যদি জোয়ার থাকে তাহলে বোট বা ট্রলারে করে ৩০ টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন। আর যদি জোয়ার না থাকে তাহলে কাদা মেখে হেটে চলে যাবেন  গুলিয়াখালী সমুদ্র সৈকতে। যদি হাটতে গিয়ে ২/১ বার পড়ে যান তাহলে কোন অসুবিধা নেই। কারণ এখানে কোন দুর্ঘটনার কোন নজির নেই। আর কাদা তো নরম হয়। বর্ষাকলে আসলে বড় বড় ঢেউ দেখতে পাবেন, শীতকালে আসলে শান্ত সমুদ্র দেখতে পারবেন। বর্ষাকলে কাঁডালের সময় আসলে যেতে পারবেন না তখন অনেক পানি থাকে, সৈকতও ডুবে থাকে, আপনাকে ফিরে চলে যেতে হবে।

কিভাবে যাবেন

প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতে হবে। যদি কাছে থাকতে চান সীতাকুন্ড বাজারে থাকতে পারেন, এখানে থাকার হোটেল আছে।  চট্টগ্রাম শহরে থাকতে চাইলে একেখান, অলংকার, নিউমার্কেট এলাকগুলোতে থাকতে পারেন।

যদি আপনি সীতাকুন্ড বাজারে থাকেন তাহলে  ৩০ টাকা দিয়ে গুলিয়াখালী সমুদ্র সৈকত চলে যেতে পারবেন। তবে জোয়ারের সময় যাবেন। আর চট্টগ্রাম শহরে থাকলে প্রথমে অলংকার আসতে হবে। অলংকার থেকে ১৭ বা ৮ নম্বর বাসে করে সীতাকুন্ড বাজার ৪০ টাকা  ভাড়া নিবে। তাছাড়া অলংকার থেকে অন্যান্য গাড়ি আছে যেমন চয়েস, উত্তরা। 

মনে রাখবেন জোয়ারের সময় গেলে প্রকৃত সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন।

Yusuf Khalil

Yusuf Khalil