Language:

Search

সন্দীপ ঘাট, বড় কুমিরা, সীতাকুন্ড চট্টগ্রাম

  • Share this:
post-title

কুমিরা ঘাট (Kumira Ghat) বন্দর নগরী চট্রগ্রামের অন্যতম একটি সুন্দরতম স্থান যার অবস্থান সীতাকুণ্ডের কুমিরার ঘাট ঘরে। সাগরপাড়ে সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা এই কুমিরাঘাট।  পড়ন্ত বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে প্রকৃতির মনোরম দৃশ্য অবলোকন করা যায়। তীরে নয় সাগরের উপরের থেকে দেখা। এটি মুলত পারাপারের ঘাট তবে এখানে রয়েছে বিশাল দৈর্ঘ্যের একটি ব্রিজ। এই ব্রীজের দৈর্ঘ্য আধা কিলোমিটার। ব্রীজ থেকে পূর্ব দিকে তাকালে সুন্দর সবুজ পাহাড়। আর পশ্চিমে বিশাল সাগর। আর দেখবেন সারি সারি জাহাজ যা ভাঙ্গার জন্য অপেক্ষমান বা ভাঙ্গা চলমান। আর দেখবেন কিছু বোট ছুটেছে সন্দীপের দিকে বা সন্দীপ থেকে আসছে। উপযুক্ত সময় হল বিকেলে। পড়ন্ত বিকেলে হালকা রোদ্র সূ্র্য ডুববে এই সময়টা বেশি উপভোগ্য। বড় কুমিরা ঘাটঘর থেকে ১০ টাকা ভাড়া সন্দীপ ঘাট বা কুমিরা ঘাট আসতে। কুমিরাঘাটের এই ফেরীঘাট স্থানীয় মানুষের কাছে কুমিরা-সন্দ্বীপ ফেরীঘাট ব্রীজ, ঘাটঘর ব্রিজ ও কুমিরা ব্রিজ় ইত্যাদি নামেও বিশেষভাবে পরিচিত।

কিভাবে যাবেন

প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতে হবে। যদি কাছে থাকতে চান সীতাকুন্ড বাজারে থাকতে পারেন, এখানে থাকার হোটেল আছে।  চট্টগ্রাম শহরে থাকতে চাইলে একেখান, অলংকার, নিউমার্কেট এলাকগুলোতে থাকতে পারেন।

যদি আপনি সীতাকুন্ড বাজারে থাকেন তাহলে  ২০ টাকা দিয়ে বড় কুমিরা ঘাটঘর চলে যেতে পারবেন। আর চট্টগ্রাম শহরে থাকলে প্রথমে অলংকার আসতে হবে। অলংকার থেকে ৭ বা ৮ নম্বর বাসে করে সীতাকুন্ড বাজার ২৫ টাকা  ভাড়া নিবে।  বড় কুমিরা ঘাটঘরথেকে ১০ টাকা দিয়ে  কুমিরা ঘাট ।

 

Yusuf Khalil

Yusuf Khalil