Search

পূর্ব কমলদহ ঝর্ণা, বড় দারোগার হাট, সীতাকুন্ড, চট্টগ্রাম

  • Share this:
post-title

পূর্ব কমলদহ ঝর্ণার ট্রেইল মোটামুটি পরিচিত একটা ঝর্ণা। এটি চট্টগ্রামে সীতাকুন্ড উপজেলায় বড় দারোগার হাট থানায় অবস্থিত। এটাকে বড় কমলদহ ঝর্ণাও বলে। এখানে মোট দুইটি ঝর্ণা আছে। শুরুতে একটা ঝর্ণা এবং ভিতরে আরেকটি ঝর্ণা । বর্ষাকালে ঝর্ণার প্রকৃত রূপ দেখা যায়। যারা সাহসী সাতার জানেন এবং পাহাড়ে পিচ্ছিল জায়গায় চলাচল করতে পারেন তারা বর্ষাকালে প্রকৃত রূপ দেখতে পারেন। অনঅভিজ্ঞ যারা আছেন তারাও বর্ষাকালে আসতে পারেন, তারা হয়তো প্রথম ঝর্ণা দেখতে পাবেন আর ভিতরের টা সাহসের উপর। বলে রাখা ভালো এখানে কয়েকটি মৃত্যু ঘটনা ঘটেছে।

বড় দারোগার হাট থেকে মহা সড়ক ধরে উত্তর দিকে আসলে প্রথমে একটি ইট খোলা পরবে। ইট খোলা পার হয়ে হাতের ডানের প্রথম মাটির রাস্তা ধরে যেতে হবে । তারপর রেলগেইট পাওয়া যাবে। রেলগেইটের পর কিছু খাবার দোকান পাওয়া যাবে। সকাল বেলা আসলে ভালো। দুইটি  ঝর্ণা ঘুরে আসতে আসতে বিকাল হয়ে যাবে। তাই দোকানে খাবারের অর্ডার দিয়ে যাবেন। তারপর পাবেন চাদাবাজ। আগে ছিল না, বর্তমানে আছে। তারা জনপ্রতি টিকেট ধরিয়ে জনপ্রতি ১০/১৫ টাকা নিবে। তারপর রাস্তা ধরে কিছু দূর গিয়ে ঝিরিতে নেমে ঝিরি ধরে ২০/৩০ মিনিটের মত গেলে ঝিরি মুখে পড়বে ১ম কমলদহ ঝর্ণা। মূলত এটি একটি ক্যাসকেড।  ধাপের এ ঝর্ণা নিচ থেকে মাত্র ১ ধাপ দেখা যায়। বাকি ২য় ধাপ দেখতে হলে আপনাকে ঝর্ণা বেয়ে উপরে উঠতে হবে। উপরে উঠার অনেক সাবধানতা অবলম্বল করতে হবে। অনেক পিচ্ছিল, একটু অসর্তক হলে, পড়ে হাত – পা ভাঙ্গার সাথে মৃত্যুর ভয়ও থাকে। প্রায় ১ ঘন্টার মত পানি পাহাড় জিরি পথ হাটলে ২য় ঝর্ণা পাওয়া যাবে। আসলে ২য় ঝর্ণা সবচেয়ে সুন্দর ১ম ঝর্ণার তুলনায়। তাই সবাই কষ্ট হলেও ২য় ঝর্ণার রূপ উপভোগ করে আসে।

কিভাবে যাবেন

প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতে হবে। যদি কাছে থাকতে চান সীতাকুন্ড বাজারে থাকতে পারেন, এখানে থাকার হোটেল আছে। কাছাকছি মিরেরসরাই বাজার আছে সেখানেও থাকতে পারবেন। চট্টগ্রাম শহরে থাকতে চাইলে একেখান, অলংকার, নিউমার্কেট এলাকগুলোতে থাকতে পারেন।

যদি আপনি সীতাকুন্ড বাজারে থাকেন তাহলে সকাল বেলা ১০ টাকা দিয়ে বড় দারোগার হাট চলে যেতে পারবেন। মিরেরসরাই বাজারে থাকলে ১৫/২০ টাকা দিয়ে বড় দারোগার হাট আসতে পারবন। আর চট্টগ্রাম শহরে থাকলে প্রথমে অলংকার আসতে হবে। অলংকার থেকে ১৭ নম্বর বাসে করে  বড় দারোগার হাট ৫০ টাকা  ভাড়া নিবে। তাছাড়া অলংকার থেকে অন্যান্য গাড়ি আছে যেমন চয়েস, উত্তরা।

 

 

Yusuf Khalil

Yusuf Khalil